স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের আলোচিত চা শ্রমিক নেতা সুজিত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা।
শুক্রবার দুপুরে নয়াপাড়া চা বাগান এলাকায় শত শত নারী-পুরুষক চা শ্রমিক সুজিত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা খেলু নায়েক, সন্তোষ নায়েক, দুলাল ঘোষ, শ্যামল বুনার্জি, অর্জুন তেলেঙ্গে, লিবিউ পাত্র, বিচিত্র র্যালি, শ্রাবণ সাওতাল প্রমুখ। পথসভায় সুজিত রেলির স্ত্রী সারথি রেলি বলেন, আমার স্বামীর হত্যাকারিদের ফাঁসি চাই। ২ মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমি এখন অসহায় দিন কাটাচ্ছি।
পরে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, সুজিত হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের আন্তরিকতার অভাব নেই। এই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১২ আসামী আদালতে আত্মসমর্পণ করে এখন কারাগারে আছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা কালো ব্যাচ ধারণ করে কাজে যোগদান করেন।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট নয়াপাড়া চা বাগানের চা শ্রমিক নেতা সুজিত রেলিকে তার চাচাত ভাই হেলাল রেলির নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুজিত রেলির ছেলে ধনু রেলি বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com