স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উচ্ছেদকৃত ভূমি আবারো দখলে চলে যাচ্ছে। এ নিয়ে মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটছে। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামড়াপুর বাইপাস থেকে বহুলা পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যাবার পর আবারো প্রভাবশালীরা এসব স্থাপনার মধ্যে দু’চালা ছাপটা ঘর ও বিভিন্ন ছাউনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া চালিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ নিজেরাই ব্যবসা করছে। শুক্রবার রাত ৮টায় নতুন বাস টার্মিনাল এলাকায় মোহনপুরের জহুর আলীর পুত্র পারভেজ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি জায়গার ভাড়া না দেয়ায় ওই এলাকার আকাশ মিয়া ও তার পুত্র হোসাইন মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পারভেজসহ ৫ জন আহত হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো সরকারি জায়গায় আকাশ উদ্দিন ঘর নির্মাণ করে পারভেজকে ভাড়া দিয়ে আসছে। গতকাল ওই সময় পারভেজ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িছে পড়ে এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, অফিস খোলার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com