স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে রুবেল সরকার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে অর্থকড়ি লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রমজানপুর গ্রামের জ্যোতিস সরকারের পুত্র ও সন্দলপুর ডিসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, রুবেল ইমামবাড়ি বাজারের একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে স্থানীয় মাঠে তাকে একা পেয়ে পার্শ্ববর্তী কড়িয়া গ্রামের প্রাণকান্ত সরকারের পুত্র অজয় সরকার, লক্ষণ সরকারের পুত্র সজল সরকার গৌর চানের পুত্র গোপিনাথ, সন্তোষ সরকারসহ একদল যুবক তাকে পিটিয়ে আহত করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com