স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আজাদ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার বারগিরা গ্রামের মোহন মিয়ার ছেলে। সে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ কোম্পানীতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত হোসেন জানান, নিহত মোহন ফ্যাক্টরিতে যাওয়ার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com