সংবাদদাতা ॥ শনিবার চুনারুঘাট উপজেলার রাজার বাজার গ্রামের আব্দুল মন্নাফ ভুইয়ার পুত্র আব্দুল আশিক (৪০) নামে এক ডিসের লাইনম্যান সাপের কামড়ে আহত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আশিক জানান, প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় তিনি বাড়ি থেকে রওনা হন। কাজের স্থানের দূরত্ব বেশি হওয়ার কারণে অল্প সময়ে গন্তব্যে যাওয়ার জন্য সংক্ষিপ্ত পথ বেছে নেন। এজন্য তিনি ও তার ২ সহকর্মী বন্ধুদের সাথে নিয়ে অন্ধকারে ধানের জমির আইল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পথ যাওয়ার পর একটি সাপ তার পায়ে কামড় দেয়। তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতে থাকেন। এ সময় তার সাথে থাকা সহকর্মীরা তার আক্রান্ত স্থানে উপর কাপড় বেধে দেন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com