স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উসমানপুর থেকে খাদিজা আক্তার মনা (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়ে গেছে। তবে তার স্বামীর পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ খাদিজার শাশুড়ি শাবানা আক্তার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে বলা হয়েছে গত ২৩ আগস্ট সকালে চুনারুঘাট উপজেলার চানপুর বস্তি গ্রামে আব্দুল কুদ্দুছের কন্যা শাবানার ছেলে সিএনজি অটোরিকশা চালক হেলালের স্ত্রী খাদিজা আক্তার মনা উসমানপুর থকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে, তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে তাদের সন্দেহ আরো ঘণীভূত হয়। শনিবার বাসায় এসে দেখেন তাদের ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার ও কাপড়চোপর নিয়ে খাদিজা নিখোঁজ। এদিকে, স্ত্রীকে হারিয়ে স্বামী হেলাল ও শাশুড়ি শাবানা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তাদের ধারণা দুর্বৃত্তরা তাকে টাকা ও স্বর্ণের জন্য অপহরণ করেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নাজমুল হক জানান, সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।