মো. টিপু মিয়া ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জের প্রবীণ আইনজীবী সৈয়দ আফরোজ বখতের ছেলে অ্যাডভোকেট সামায়ুন আহমেদ ও মোটর সাইকেলের অপর আরোহী ঝলক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সামায়ুন আহমেদ (৩৮) ও ঝলক (৪০) একটি মোটর সাইকেলে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। তাদের মোটর সাইকেলটি ধুলিয়াখাল বাইপাস রোডে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটর সাইকেলের উপর হেডলাইলেটের আলো ছাড়লে তারা চোখে ঝাপসা দেখে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধান চাষের অপর একটি ট্রলির উপর ছিটকে পড়ে তাদের মোটর সাইকেল। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সামায়ুন ও ঝলক গুরুতর আহত হন। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হয়। তাদের অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হায়দার আলী খন্দকার তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
অপরদিকে, দুর্ঘটনার পর ট্রলি গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com