স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বারাপইত গ্রামে জুয়া খেলার প্রতিবাদ করায় মেহের আলী (২২) নামে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পইল রোডের গাউছিয়া স্টোরের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, ওই গ্রামের জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলার প্রতিবাদ করে মেহের আলী। এরই জের ধরে বিক্ষুব্ধ হয়ে জুয়াড়িরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত মেহের আলী ওই গ্রামের সমুজ আলীর পুত্র। মেহের আলীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com