১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের স্থানীয় জিএমবি কনফারেন্স হলে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমেদ চৌধুরী টিটু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিব্বির আহমেদ। ম্যানচেস্টার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুর রশিদ খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েস আমেদ কামালি, শেখ জাফর আহমেদ, আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা কামাল আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সহ সভাপতি মিসবাহ উদ্দিন সায়েম, ইফতেকার আহমেদ ইবলুল, মহিবুর রহমান, জাহাঙ্গীর আলম, ইয়াওর মিয়া, আশারাফুল আহমেদ, ম্যানচেস্টার ছাত্রলীগের সেক্রেটারি আহমেদ সহ আরও অনেকে। বক্তারা স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৯৭৫ সালের শোকাবহ এই দিনটিকে কালো দিবস হিসাবে উল্লেখ করেন। সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের নিহত সকলের প্রতি গভির সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com