নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বাহুবলে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় শ্রীশ্রী শচী অঙ্গন ধাম জয়পুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমদ্ভগবত গীতা প্রতিযোগিতা ও সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র সাহা ও সঞ্চয় চন্দ্র দেবের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লামাতাশী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নীরু, বাহুবল পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু চন্দ্র দেব, সহ-সভাপতি বিকাশ দেব, শচী অঙ্গন ধাম মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রনধীর চক্রবর্তী। বক্তব্য রাখেন হরেন্দ্র কুমার দাস, নৃপেন্দ্র দেব, শংকর দেব, বিকাশ দেব, লক্ষণ সূত্রধর, চন্দন অধিকারী, সঞ্জয় চন্দ্র দেবসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। দুপুরে পদাবলী কীর্ত্তণ ও বেলা ৩টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শ্রীমদ্ভগবত গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। শোভাযাত্রাটি শচীঅঙ্গন ধাম হতে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com