নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে কনের বোন ফেরদৌসি রানা (২৬) নামের ২ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ আশিক মিয়ার কন্যা ফেরদৌসি রানা (২৬) এর বিরুদ্ধে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের সিআর ৫৩/১৬ ইং মামলায় সম্প্রতি আদালত তার বিরুদ্ধে ২ মাসের সাজা পরওয়ানা জারি হয়। এরপর থেকে সে আত্মগোপনে থাকে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নবীগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় ফেরদৌসি রানা আউশকান্দি বাজার সংলগ্ন মহাসড়কের পার্শ্বে রহমান কমিউনিটি সেন্টারে তার এক বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম, এসআই ফিরুজ ও এসআই নাজমুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাকে ওই বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com