স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গাঁজা পাচারের সময় ফলিন মিয়া (২৯) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দাওরা গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার দুপুরে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ তাকে শাহজাহানপুর রেল লাইনের পূর্ব পাশ থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com