মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গয়েবপুর গ্রামে বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সরুফা বেগম (৫০), রুহেল মিয়া (১৩), বুবেল মিয়া (৩২), রহিমা বেগম (৪০), কালা বানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫), জামান মিয়াকে (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গয়েবপুর গ্রামের দিদাল আলীর ছেলে কামাল মিয়ার সাথে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে লাল মিয়ার বাড়ির রাস্তা কাটা নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com