স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে ৫ মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো সুরেশ শীল (৫৫), জসিম মিয়া (২৫), মোস্তফা শহীদ (২৬), জুয়েল মিয়া (২৮) ও তোহার মৃধা (৪৫)। মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে ৫ জন বসে গাঁজা সেবন করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com