স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বেঙ্গাডোবা এলাকায় বুধবার রাত ৯টার দিকে ট্রাকের চাপায় সাকিন মিয়া (২৭) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত সাকিন শাহপুর কালিনগর গ্রামের রমজান আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী জানান, বুধবার রাতে সাকিন ও তার দুই বন্ধু মোটর সাইকেলযোগে শাহপুর যাবার পথে উল্লেখিত এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে আরোহী ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিনকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় জুনায়েদ মিয়া (২০) ও সুমন মিয়াকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com