মোঃ মামুন চৌধুরী ॥ আগস্ট শোকের মাস। এ মাসের ২৪ তারিখ বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে জাতীয় শোকসভা অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এ শোক সভার আয়োজন। এতে যোগদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোকসভাকে সফল করতে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগ। স্থানে স্থানে তোরণ ও ব্যানার স্থাপন করা হয়েছে। মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
সেই সাথে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার পরিচালনায় তৃণমূল নেতাকর্মী নিয়ে স্থানে স্থানে সভা করা হচ্ছে।
এসব সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ আহবায়ক ফজল উদ্দিন তালুকদার প্রমুখ বক্তব্য প্রদান করছেন। প্রচার সভায় ২৪ আগস্ট রেলওয়ে পার্কিংয়ের শোক সভায় ব্যানার সহকারে শোক র্যালি করে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানানো হচ্ছে।
উল্লেখ্য, জেলার শায়েস্তাগঞ্জ উন্নত যোগাযোগের মাধ্যম। কিন্তু এ স্থানটিতে উপজেলা ছিল না। ২০১৪ সালের ২৯ নভেম্বর বিকেলে হবিগঞ্জ নিউফিল্ডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা দেন। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছিল না। হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির ঐকান্তিক প্রচেষ্টা চালান। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০১৭ সালের ২০ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় ৪৯২তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ব্রাহ্মণডোরা, নূরপুর ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে ৩৯ বর্গ কিলোমিটার এ উপজেলা এরিয়া। লোক সংখ্যা দেড়লক্ষাধিক। ভোটার প্রায় ৪৫৬৪১ জন। ১৮ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com