স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইসলাম উদ্দিন (২১) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানি মহল্লার একটি টমটম গ্যারেজে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইসলাম উদ্দিন একই মহল্লার আবদুল আহাদের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির গ্যারেজে নিজের টমটম চার্জ করছিলেন ইসলাম উদ্দিন। এসময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় টমটম চালক ছিলেন।
বানিয়াচং হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের দায়িত্বরত ডা. আবদুর রহমান বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইসলাম উদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com