সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে আনোয়ার হোসেন (৩০) নামে ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের কদর আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে, ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ লাখাই উপজেলার বামৈ বাজারে অভিযান চালিয়ে আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, কিছু দিন পূর্বে লাখাই উপজেলার তিস্কারপুর নামক এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট তিস্কারপুর এলাকায় ডাকাতির তি নেয় একদল ডাকাত। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে লাখাই থানা পুলিশ। আনোয়ার হোসেন ওই ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গত মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে লাখাই থানা পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com