নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে পুটিজুরী বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুদ্দিন তারা মিয়া ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুন নূর মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, বশির আহমেদ, আব্দুল কদ্দুছ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, দপ্তর সম্পাদক এমএ মজিদ তালুকদার, সদস্য আব্দুল মুছাব্বির শাহীন, মখলিছুর রহমান। বক্তব্য রাখেন মেম্বার এনাম, নূর মিয়া, তছকির মিয়া, সিদ্দেক আলী, শুকুর খা, আব্দুল হান্নান, বশর উদ্দিন, সিরাজুল, দেবেন্দ্র বারাইক, কামরুল উদ্দিন ইমন, আল আমিন, আশিক ফয়সল, মুর্শেদ প্রমুখ।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভের জন্য আগ্রহ প্রকাশ করেন ৯ জন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শাহ মাজিদুর রহমান শিপু, খন্দকার হিরা মিয়া, শফিউল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলে এলাহী লুল, শাহাব উদ্দিন, শামীম আখতার। সভায় বক্তারা বলেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী যাকেই মনোনয়ন দিবেন, তাঁর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com