হবিগঞ্জ জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শহীদ শেখ রাসেল এঁর জন্মদিন উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল এঁর ৫৮তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে কেক কাটা, সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জন্মদিনের সেমিনার, সকাল ১১টায় ‘প্রিয় শেখ রাসেল’ বিষয়ক প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পুরস্কার বিতরণী, সাড়ে ১১টায় জেলা পর্যায়ে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পৌণে ১২টায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপম্যান্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সর্বোচ্চ উপার্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ, বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে মসজিদ-মাদ্রাসায় শহীদ শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ লন টেনিস গ্রাউন্ডে শেখ রাসেল প্রীতি লন টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com