আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পিতলের মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের ইকরাম গ্রামের দিঘীরপাড়ে। মূর্তি চুরির খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমপি আব্দুল মজিদ খান বানিয়াচং থানা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে মূর্তি উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকরাম দিঘীরপাড়ের ডাঃ বিশ্বজিৎ আচার্যের বাড়ির মন্দির থেকে রাতের আধারে ৫টি মূর্তি চুরি হয়েছে। চুরি হওয়া মূতিগুলো হল দুর্গাদেবী, লক্ষ্মীদেবী, সরস্বতীদেবী, কার্তিক ও গনেশ দেবের পিতলের মূর্তি।
ডাঃ বিশ্বজিৎ আচার্য্যের বসতবাড়িতে এমনিতেই রাতে লোকজন থাকতেন না। বসতঘরে রাতে লোকজন না থাকার সুবাদে হয়তো চোরেরা চুরির সুযোগ নিয়ে থাকতে পারে বলে এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, এটা সাধারণ কোন চুরির ঘটনা না-কি অন্য কোন বিষয় তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আশা করছি খুব শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com