হবিগঞ্জে বীজ ব্যবসায়ীদের সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস্ এর আয়োজনে বীজ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান। ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস্ এর হেড অব ডিপার্টমেন্ট কৃষিবিদ মকবুল হোসেনের সভাপতিত্বে ও ন্যাশনাল এগ্রিকেয়ার এগ্রো/সীডস্ কোম্পানির হেড অফ ডেপুটি অপারেশন কৃষিবিদ মোঃ আল আমিনের পরিচালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষিবিদ এএইচএম হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক নয়ন মণি সূত্রধর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আশেক পারভেজ, এজিএম এডমিন ও রেগুলেটরী কৃষিবিদ সোহেলুর রহমান, কৃষিবিদ তৌহিদুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ মাহবুবুল, কোম্পনির এরিয়া ম্যানেজার সেলিম আক্তার, এসএমও ফারুক হোসেন। বক্তব্য রাখেন জনকরাজ ডিভিশনের ডিজিএম মোঃ বিশারদ আলী, কৃষিবিদ মোঃ সহিদুর রহমান, সীড এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, জেলা বীজ ও কীটনাশক সমিতি হবিগঞ্জের সভাপতি মোঃ এমরান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ূন কবির, বাংলাদেশ সীড এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সৈয়দ ইকবাল, জেলা বীজ ও কীটনাশক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান বলেন- চলতি মওসুমে যারা বাজারে ভেজাল বীজ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বীজ ব্যবসায়ী সম্মেলনে সঠিক ও গুণগত মানসম্পন্ন ধান বীজ কৃষকদের হাতে তুলে দেয়ার আহবান জানানো হয়। পাশাপাশি ব্যবসায় সততা নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তাগণ বলেন, কোন কৃষক যাতে নকল বীজ বা কীটনাশক কিনে প্রতারিত না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে। যারা নকল বীজ ও কীটনাশক দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।