স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অগ্রদূত কোচ ও অগ্রদূত ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী রোটারিয়ান মোঃ ফজলুর রহমান লেবু’র ছোট ছেলে তাসনিমুর রহমান দিপ্ত ব্যারিস্টারী পড়ার জন্য ইংল্যান্ড গমন করেছেন। গতকাল রবিবার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বেলা ২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন। ইঞ্জিনিয়ার মোঃ তাসফিকুর রহমান শান্ত এর ছোট ভাই দিপ্ত হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সনে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ থেকে ২০১৮ সনে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করেন। পরে ঢাকাস্থ ভূইয়া একাডেমীতে ব্রিটিশ ল’ বিষয়ে অধ্যয়নরত অবস্থায় ব্যারিস্টারী সম্পন্ন করার জন্য ইংল্যান্ড গমন করেন।
দিপ্ত তাঁর সফলতা কামনায় সকলের নিকট দোয়া ও আশির্বাদ প্রার্থী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com