লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর টিআই এস এম জালাল উদ্দিন ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক জুনায়েদ আহমেদ লস্কর, সহ শিক্ষক উজ্জ্বল আলী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার মাধবপুর প্রতিনিধি মোঃ লিটন পাঠান, অভিভাবক শিউলি বেগম, দিপা দেবনাথ, ঝুমা রাণী বিশ্বাস, স্মৃতি রাণী পাল, অনিল বণিক প্রমূখ। সভায় উপস্থিত সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে সড়ক ও মহাসড়কে পারাপার বিষয়ে নানা পরামর্শ দেন টিআই এস এম জালাল উদ্দিন ভূঁইয়া। তিনি সড়ক ও মহাসড়কে সঠিক নিয়মে ছাত্র-ছাত্রীদের সতর্কভাবে চলাচলের আহ্বান জানান। সড়ক দুর্ঘটনায় বর্তমানে প্রতিদিন অসংখ্য ছাত্র-ছাত্রী আহত, নিহত ও পঙ্গুত্ব বরণ করছেন। মহাসড়কে ট্রাফিক সাইনগুলো মেনে চলাচল এবং দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায়।