স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার স্বজন গ্রামে একটি কবরস্থান থেকে ধোঁয়া বের হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই স্থানে উৎসুক মানুষের ভিড় জমে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে নানা কল্পকাহিনী। আলেমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন, এটি মহান আল্লাহ তায়ালার নিদর্শন। কেউবা আবার বলছেন- মাটির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এমনটি হতে পারে। তবে যে যাই বলুক, এ ঘটনা নিয়ে এলাকার একশ্রেণির মানুষ গুজব রটিয়ে যাচ্ছে। যা দ্রুত ছড়িাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com