স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়ায় নদী থেকে মাসুক মিয়া (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। গতকাল মঙ্গলবার বিকালে নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় জনতা। পুলিশ ফায়ার সার্ভিসকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার এসআই আজাদ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের আলফু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সে তার চাচার বাড়ি পাঁচপাড়িয়ায় বেড়াতে এসেছিল। সোমবার রাতে মাছ মারতে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। তবে জানা গেছে সে মৃগি রোগী ছিলো। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com