নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল তিনি গুনই বাজার, কাগাপাশা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও বড়ইউরি ফুটবল খেলার মাঠে খেলোয়াড়সহ উপস্থিত লোকজনদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন গত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত আমি অংশ গ্রহণ করে আসছি। পাশাপাশি জনগণের জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। যেহেতু জনগণের ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই ভালবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই। এখন আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সেবা করা। তিনি আরো বলেন- স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণের কল্যাণে আজীবন কাজ করবো। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com