সভাপতি মীর মহিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল হালিম সোহেল
বানিয়াচং প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দিপনায় প্রথমবারের মত বানিয়াচং কেজি স্কুল (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) গুলোকে নিয়ে গঠিত হয়েছে “বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন”। গত শনিবার গ্যানিংগঞ্জ বাজারস্থ মদিনা ক্রিয়েটিভ স্কুল প্রাঙ্গণ উপজেলার ৩২টি কেজি স্কুলের প্রতিনিধিগণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিল। সকাল ১১টায় শাহজালাল কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও মদিনা ক্রিয়েটিভ স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আশিকুল ইসলামের সঞ্চালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে কেজি স্কুলের প্রতিনিধিরা কিন্ডারগার্টেন ঐক্যের প্রয়োজনীয়তাসহ কেজি স্কুল সমুহের প্রশাসনিক সমস্যা, নিবন্ধন প্রক্রিয়া, বৃত্তি পরীক্ষা, পরিবেশ ও শিক্ষার মান উন্নতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন স্কুল প্রতিনিধিগণ। পরে পরামর্শ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি পদে মীর মহিউদ্দিন (আমবাগান শিশু নিকেতন), সহ সভাপতি আব্দুল হালিম নোমানী (দারুন নাশাত), সহ সভাপতি মোঃ সোহেল মিয়া (জিনিয়াস কেজি স্কুল), সাধারণ সম্পাদক আব্দুল হালিম সোহেল (মদিনা ক্রিয়েটিভ স্কুল), সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া (নুরজাহান বিদ্যানিকেতন), অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোকাররম হোসেন (নুরে মদিনা কিন্ডারগার্টেন), সহ অর্থ সম্পাদক রোসেনা আক্তার (মায়ের আচল একাডেমি), দপ্তর সম্পাদক হেলিম মিয়া (এএইচএম কিন্ডারগার্টেন), সহ দপ্তর সম্পাদক শেখ নুরুল ইসলাম কুহিনূর (মন্দরী অপরুপা কিন্ডারগার্টেন), প্রচার সম্পাদক মোঃ ইমন চৌধুরী (পারভীন চৌধুরী কিন্ডারগার্টেন স্কুল), সহ প্রচার সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম চৌধুরী (নয়া পাথারিয়া সৈয়দ মিরান শাহ তাতারী রঃ সুন্নীয়া একাডেমি), নির্বাহী সদস্য মহিমা বেগম (দৌলতপুর মিরাজ আলী কেজি স্কুল) ও শিফা আক্তার গ্রীন বাডস দক্ষিন সাঙ্গর)। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন মোঃ আব্দুল হাই (শাহজালাল কেজি স্কুল), মোঃ হাবিবুর রহমান (বানিয়াচং জিএফ স্কুল), শেখ আজিজুল হক (সানরাইজ কিন্ডারগার্টেন সিকান্দারপুর), শামীমা খাতুন (সুশাঈম কেজি স্কুল), শেখ হাবিবুল হক (শাহপরান রহ. কেজি স্কুল, মন্দরী)।
নব নির্বাচিত সভাপতি মীর মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সোহেল বলেন, সরকারি সুযোগসুবিধা ছাড়াই কেজি স্কুলগুলো যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে শিশুদের গড়ে তুলছে। শিক্ষার প্রকৃত মান রক্ষায় দেশের প্রায় লক্ষাধিক কেজি স্কুল নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু নানা কারণে অবহেলার শিকার হচ্ছে কেজি স্কুলগুলো। সরকার ইতোমধ্যে কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বানিয়াচংয়ের প্রতিটা কেজি স্কুলের শিক্ষারমান নিশ্চিত ও সকল সমস্যা নিরসনে বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কার্যকর ভুমিকা পালন করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com