আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মিষ্টির প্যাকেটে বেশি ওজন দেওয়া ও ক্যামিকেল দিয়ে কলা পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বানিয়াচং উপজেলার নতুন বাজার এলাকায় মেঘনা বেকারি, নূরানী হোটেল ও কলা ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান।
এ সময় বাজার মনিটরিং ও যানজট নিরসনে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com