স্টাফ রিপোর্টার ॥ ঈদে মিলাদুন্নবী স: উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জসনে জুলুছ অনুষ্ঠিত হবে। ওই দিন বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড জুলুছ সহকারে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় জড়ো হবেন। সেখানে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত আলোচনা সভায় প্রখ্যাত আলেম ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করবেন। পরে সিনিয়র উলামায়ে কেরাম ও আমন্ত্রিত অতিথিগণের নেতৃত্বে নিমতলা থেকে জুলুছ শুরু হবে। জুলুছটি শহরের প্রধান সড়ক দিয়ে চৌধুরী বাজার পয়েন্ট হয়ে ব্যাকরোড দিয়ে প্রেসক্লাবের সামন দিয়ে পুনরায় নিমতলা গিয়ে পুনরায় জমায়েত হবে। এ সময় সালাতু সালাম ও আখেরী মোনাজাতের মাধ্যমে পবিত্র জছনে জুলুচের ঈদ-এ-মিলাদুন্নবী স: এর সমাপ্তি ঘোষনা করা হবে।
গতকাল রাতে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার বাসভবনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা আয়োজিত মতবিনিময়কালে উপরোক্ত কর্মসুচি ঘোষনা করা হয়। আসন্ন জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) এর প্রস্তুতি কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ঈদ-এ-মিলাদুন্নবী স: প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব গোলাম সরওয়ারে আলম। এতে বক্তব্য রাখেন মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া।
লিখিত বক্তব্যে বলা হয়, মহান আল্লাহ পাকের নির্দেশে তাঁর প্রিয় নবীর বেলাদতের বা এই পৃথিবীতে শুভাগমনের জন্য খুশি উদযাপন করা ধর্মপ্রাণ প্রত্যেক মুমিন মুসলমানের উপর ঈমানী দায়িত্ব। খুশি বা আনন্দ প্রকাশের মহৎ পদ্ধতি হল জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে হবিগঞ্জে জশনে জুলুছের আয়োজন হয়ে আসছে। বিগত ২০০৫ সাল থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের পক্ষ থেকে বৃহৎ পরিসরে আমরা আপামর মুসলমানদের নিয়ে এই পবিত্র জুলুহের আয়োজন করে আসছি। ১৯৭৪ সালে চট্টগ্রামে যে জুলুছের সূচনা হয়েছিল সেটি এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর ১২৯টি দেশে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকার এটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। সেজন্য আমরা ধন্যবাদ জানাই এবং দাবী জানাই অন্যান্য দেশের ন্যায় যেন সরকারি ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় ব্যাপক পরিসরে ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী মাওঃ এম এ জলিল, পৌর কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়াল, মাওঃ আবু তৈয়্যব মোজাহিদী, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওঃ হাফেজ রেজাউল করিম, হাফেজ কারী এবাদুল হক চৌধুরী, হাফেজ আব্দুর রহমান সেলিম, হাফেজ ইদ্রিস আলী, হাপেজ আব্দুল মািহত, হাফেজ রুকনুজ্জামান, হাফজ মোঃ জুয়েল, আলহাজ্ব মফিজুর রহমান টিটু প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com