মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন, ডা. বিশ্বজিৎ রায়, ডা. মোছাঃ রেহেনা পারভীন, উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শেখর কুমার চন্দ্র, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী। আলোচনা সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com