আহ্বায়ক অশোক কুমার রায় মংগল এবং সদস্য সচিব কাউন্সিলর গৌতম কুমার রায়
আসন্ন ৬ই সেপ্টেম্বর পরমেশ্বর শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, হবিগঞ্জ এর বিভিন্ন পূজা মন্ডপ, বিভিন্ন সনাতনী সংগঠন ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে, নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও শংখ শুভ্র রায়ের সঞ্চালনায় গত ২৩শে আগস্ট রোজ বুধবার শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অহিন্দ্র দত্ত চৌধুরী, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জগদীশ মোদক, ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ দেবপদ রায়, অ্যাডভোকেট প্রমথ সরকার, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য, সুনীল দাশ, স্বপন বণিক, অমিয় রায়, অ্যাডভোকেট তুষার মোদক, রন্টু পুরকায়স্থ, মাখন পাল, দুলাল দেব, মিহির দাশ, অনাথ বন্ধু তরফদার, বিপ্লব রায় চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র রায়, নির্মল পাল, রজত কান্তি রায়, সত্যজিৎ দাস (রনি), অলক কুমার চন্দ, ইমন মাধব রায় প্রমুখ।
উক্ত সভায় জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে “হবিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটি-২০২৩” এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে অশোক কুমার রায় মংগলকে আহ্বায়ক এবং প্যানেল মেয়র ও কাউন্সিলর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক, গৌতম কুমার রায়কে সদস্য সচিব মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com