আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামকে আজমিরীগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৭ আগস্ট স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ এর ধারা ৯ অনুযায়ী আজমিরীগঞ্জ পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামকে পৌরসভার নতুন প্রশাসক নিয়োগ করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা-২) এর উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আরো জানা যায়- আজমিরীগঞ্জ পৌরসভা সহ নরসিংদী জেলার শিবপুর পৌরসভা, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভা, সাতক্ষিরা জেলার শ্যামনগর পৌরসভা প্রশাসকের দ্বায়িত্বে থাকা প্রশাসক রদবদল করা হয়েছে।
আজমিরীগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ জুলাই আজমিরীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com