মোহাম্মদ আলী সরকার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার। সমন্বয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পোল্ট্রি উন্নয়ন কর্মকর্তা জাকির হাসান, সেইভ দ্যা চিল্ড্রেন এর টেকনিক্যাল ম্যানেজার মাকসুদুর রহমান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, ইউপি মেম্বার মোঃ আব্দুস সালাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল মজিদ প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com