আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পত্রিকা বিক্রেতা ছত্তরের বোনকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় স্বামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ আদেশ দেন। এর আগে গত ১২ মে যৌতুকের জন্য স্বামী ও শ^শুর বাড়ির লোকজন ছত্তরের বোন রেহানাকে মারপিট করে ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে কাউন্সিলর আসমা আক্তারসহ লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দেয়ার পর পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে রেহানা আদালতে মামলা করে।
সে জগন্নাথপুর গ্রামের আব্দুল কদ্দুছের কন্যা ও পত্রিকা বিক্রেতা সত্তরের ছোট বোন। তাকে বড়চর গ্রামের গ্রামের মন্নাফ মিয়ার পুত্র মিনহাজ মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের সময় তাদেরকে সাধ্য অনুযায়ী মালামাল দেয়া হয়। বিয়ের পর থেকেই রেহানার ওপর মিনহাজ ও তার পরিবারের লোকজন নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও মামলা মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমায় মিনহাজ ও তার পরিবারের লোকজন আদালতে মুচলেকা দিয়ে রেহানাকে বাড়ি নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর নির্যাতন আবারও চালায়। মামলাটি তদন্তে যাওয়ার পর অনেকেই বিষয়টি রফাদফার চেষ্টা করে। কিন্তু সমাধান না হয়নি। অবশেষে আদালত গতকাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এদিকে মামলাটি তুলে নিতে মিনহাজ ও তার লোকজন ছত্তরের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com