লাখাই’র মোড়াকরি শোকসভায় এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগ ও সরকারকে সরিয়ে দেবেন এমন দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগ পালাবে না। দেশের জনগণের টাকা লুটপাট করে তারপর মুচলেকা দিয়ে পালিয়েছে তারেক জিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দেশ এখন সামনের দিতে এগুচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগ সরকারকেই চায়। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা এখন আমাদের লক্ষ্যে। এক্ষেত্রে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করার নির্দেশনা দেন তিনি।
ইউনিয়ন আওয়াম লীগ সভাপতি হাজী ইসহাক মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মুক্তার আলম মুক্তির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুহ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান মাফুজ ও ইকবাল হোসেন ছোট্টু মিয়া। এছাড়াও শোকসভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com