সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন- শিক্ষকদের হতে হবে সকলের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। শিক্ষকরা সমাজের জন্য রোল মডেল। শিক্ষকতা কোনো পেশা নয়; বরং ব্রত। এখানে নীতি-নৈতিকতা সবচেয়ে বড় বিষয়। মেধাবী, কর্মঠ, যোগ্য ও মানবিক গুণসম্পন্নদের শিক্ষকতায় আসা উচিত। মেট্রোপলিটন ইউনিভার্সিটি তার আদর্শবান, মেধাবী, ত্যাগী ও মানবিক শিক্ষকদের নিয়ে সবসময় গর্ব করে। এ বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। এর অন্যতম কৃতিত্ব আমাদের মেধাবী ও কর্মঠ শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি ও গবেষণা কর্মসমূহ। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত নতুন যোগদানকারী বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের ২ দিনব্যাপী ইনডাকশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক দেবাশিষ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার তারেক ইসলাম। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজী বিভাগের প্রধান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ রহমত উল্লাহ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com