কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও তেল শোধনাগারে আগুন লেগে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি। আগুন লাগার সাথে সাথে গ্যাসফিল্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে তৈল ছাড়ায় নদীর দুতীরেও আগুন লেগে যায়। এ সময় আশে পাশের চক্রামপুর, বড়গাও, অলিপুর, শাহপুরসহ ৬/৭ টি গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে বের হয়ে যান। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। তবে এ ঘটনায় পেট্রোবাংলার কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com