স্টাফ রিপোর্টার ॥ কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইট তৈরি করার অপরাধে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর এলাকার নাবিল ব্রিক ফিল্ডের মালিক মো: সালেক মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও কৃষিজমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন এই অর্থদন্ড করেন। হবিগঞ্জ জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com