স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ ব্যক্তিকে ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ৩য় দিনের লকডাউনে ৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন- অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান রয়েছে। এদিকে গতকাল ৩য় দিনের মতো হবিগঞ্জে ঢিলেঢালাভাবে লকডাউন পালন করা হয়েছে। লকডাউন চলাকালে শহরের প্রধান সড়কে আগের মতই পরিবহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এ ছাড়াও বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্যবিধি না মেনেই পণ্য ক্রয় বিক্রয় করতে দেখা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com