স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে বুধবার সকালে পুকুরে ডুবে সজিব নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল ৭টার দিকে সজিব ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরে খুঁজতে গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা খেলতে গিয়ে সকলের অগোচরে সজিব পুকুরে পড়ে যায়। দুপুরে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com