হবিগঞ্জ সদর উপজেলার উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে সভাপতি নির্বাচনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়। এলাকায় তিনি একজন আদর্শবান শিক্ষক সৎ, নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত। উচাইল গ্রামে ১৯৭৩ সালে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোহাম্মদ জাকির হোসেন সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করেন আসছিলেন। তিনি সুদীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষ করে ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। এ সময়ে তিনি অসংখ্য গুণী ছাত্র-ছাত্রী সৃষ্টি করেছেন যারা সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ে দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ জাকির হোসেনকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় এলাকার সর্বস্তরের মানুষ, মুরুব্বিয়ান, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁকে ও ম্যানেজিং কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com