চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা এলাকা থেকে পিকআপ ভর্তি ৯৩ বস্তা সরকারি চাল আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুরাতন মহাসড়ক দিয়ে পাচার হয়ে চুনারুঘাট আসার সময় থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ চালসহ পিকআপটি আটক করেন। এসময় পিকআপের চালক মীর মাহি (৩২) কে আটক করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৭শ ৯০ কেজি চাল রয়েছে। চালের বস্তায় সরকারি চাল লিখা রয়েছে। চালগুলো সরকারী ত্রাণের চাল এবং এগুলো মাধবপুর থেকে পাচার হয়ে চুনারুঘাট আসছিল।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচার হয়ে আসার সময় উপজেলার রামগঙ্গা এলাকা থেকে ৯৩ বস্তা চালসহ পিকআপটি আটক করা হয়। তিনি জানান এগুলো সরকারি চাল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com