স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার মুড়াকড়ি গ্রামের বাসিন্দা ওই নারী মানসিক ভারসাম্যহীন। দরিদ্র পরিবারের আদরের সন্তান সে। একই গ্রামের খলিল মিয়ার পুত্র আলাল মিয়া (৪০) গত সোমবার বিকেলে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে সটকে পড়ে। বিষয়টি নিয়ে রফাদফার চেষ্টা চালায় স্থানীয় কিছু মাতব্বর। ওই নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, ঘটনা শুনার সাথে সাথেই তার খবর নিয়েছে পুলিশ এবং ধর্ষক আলাল মিয়াকে ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com