চুনারুঘাট প্রতিনিধি ॥ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রাক-প্রাথমিক খেলোয়াড় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে যাচাই-বাছাই কার্যক্রম চলে। বাফুফের লাইসেন্সধারী ৫ জন কোচ দ্বারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪শ’ ৫০ জন খেলোয়াড়দের মাঝে প্রাথমিকভাবে ৭১ জনকে সিলেকশন করা হয়। তাদের আগামী এক সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই করে চূড়ান্ত ২০ জনকে নিয়ে শুরু হবে ১ মাসের ক্যাম্পিং। এতে বাফুফের ৩ জন কোচের অধীনে ক্যাম্পিং করানো শেষে তাদেরকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে অন্তর্ভুক্ত এবং দেশের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সভাপতি মাজেদুল ইসলাম লুবন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, ইরফান আলি, কাজল, সোহাগ, সম্রাট, জুনায়েদ, মারুফ সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com