স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে শহরের ৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় শায়েস্তানগরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। বক্তব্য রাখেন পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা বিএনপি নেতা এমজি মুহিত, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সদর থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, জেলা বিএনপি নেতা তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আফজল হোসেন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মোঃ কবির হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, ব্যারিস্টার গোলাম মঞ্জুরুল কিবরিয়া প্রিতম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম আউয়াল, মর্তুজা আহমেদ রিপন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া খানম, অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন।
সভায় জি কে গউছ বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে ভোট দিয়ে এনামুল হককে বিজয়ী করলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পৌরসভা দুর্নীতিমুক্ত থাকবে। কোন কমিশন বাণিজ্য চলবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান জি কে গউছ। এর পূর্বে জি কে গউছ দিনব্যাপী শহরের মোহনপুর, বেবীস্ট্যান্ড, কোর্টস্টেশন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com