১। দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত পৌরসভা গঠন।
২। হবিগঞ্জের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে তা সমাধানের ব্যবস্থা করা হইবে।
৩। হবিগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করে নগর উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হইবে।
৪। পৌরবাসীর জন্য একটি আধুনিক পার্ক ও শিশুপার্ক নির্মাণ করা হইবে।
৫। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাত নির্মাণ করা হইবে।
৬। শহরের যানজট নিরসনে বিকল্প সড়ক হিসাবে শহরের চতুর্দিকে রিংরোড তৈরি করা হইবে ও ব্যস্ততম সড়কে ফুটওভারব্রীজ নির্মাণ করা হইবে।
৭। হবিগঞ্জ পৌর এলাকার সম্মানীত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন সহজী করণ করা হইবে ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরী করা হইবে।
৮। পৌরসভার মালিকানাধীন মিলনায়তনগুলিকে ব্যবহার উপযোগী করে তার ভাড়া কমানো হইবে।
৯। সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য মসজিদ ও মন্দির উন্নয়ন করা ছাড়াও নতুন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করা হইবে।
১০। পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হইবে, এছাড়াও বাণিজ্যিক ও আবাসিক এলাকা নিরাপত্তার নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
১১। নি¤œ আয়ের সুবিধা বঞ্চিত নাগরিকের জন্য পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে এম্বুলেন্স সুবিধা প্রদান করা হইবে।
১২। মানবিক কারণে রিকসা, ভ্যান ও ঠেলাগাড়ীর লাইসেন্স ও নবায়ন ফি সর্বনি¤œ করা হইবে।
১৩। পৌর নাগরিকের সহজলভ্য চলাচলের জন্য পৌরসভার উদ্যোগে টাউনবাস সার্ভিস চালু করা হইবে।
১৪। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেওয়া হইবে।
১৫। পৌরসভায় নির্দিষ্ট স্থানে পৌর নাগরিকদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হইবে।
১৬। পৌর এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় কারিগরি সহ অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হইবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com