ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ-১৫ বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে হবিগঞ্জ থেকে ৫ খেলোয়াড় মনোনিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০২০-২১ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৫ এর বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের জন্য হবিগঞ্জ জেলা থেকে ৫ জন খেলোয়াড়কে মনোনিত করা হয়েছে। পাঁচ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন সাইফুর রহমান মাহিন, ইমাদ উদ্দিন নিহাদ, আলী আজগর বাবু, মোঃ সাদিকুর রহমান জয় ও মোঃ আশরাফুল ইসলাম। উক্ত খেলোয়াড়রা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে অংশগ্রহণ করেছে এবং জাতীয় পর্যায়ে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় দলের সাথে ঢাকা গমন করবে। ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ ১৫ জাতীয় পর্যায়ের খেলা ২৮ ফেব্রুয়ারি হতে ৩ মার্চ পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com