স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের উত্তরশিক এলাকা থেকে সাড়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আবু মুসা (২৬) নামে এক অটোরিক্সা চালককে গ্রেফতার করেছে বিজিবি। আবু মুসা উপজেলার চৌহমুনী ইউনিয়নের রামনগর গ্রামের সাহেব আলীর ছেলে। ৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান- বৃহস্পতিবার সকালে বিজিবি মনতলা বিওপির হাবিলদার মহসিন মিয়ার নেতৃত্বে বিজিবি টহলদল কমলপুর-উত্তরশিক এলাকার সড়কে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ অটোরিক্সাটি আটক করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে একইদিন সকাল ১১টার দিকে হাবিলদার দেলোয়ারের নেতৃত্বে বিজিবি টহলদল কমরপুর মাদ্রাসার কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com