স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলায় যুবলীগ নেতা মালেকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার ভোররাতে সদর থানার একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- জেলা যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি আব্দুল মালেক, দেলোয়ার হোসেন খান, পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান ও কাঞ্চন রায়, সমুজ আলী ও হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সম্প্রতি টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ ছাড়া উক্ত ঘটনায় আহত হয়ে মারা যান ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পুলিশ এসল্ট মামলা করে। এ মামলায় উল্লেখিতরা আসামি ছিলেন বলে দাবি করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com